চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

আজ থেকে নগরীর দুটি রুটে চলবে শিক্ষার্থীর বাস

২৬ জানুয়ারি, ২০২০ | ৩:৩৮ পূর্বাহ্ণ

নগরীর স্কুল শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া বিআরটিসি’র ১০টি দ্বিতল বাস আজ রবিবার সকাল থেকে চলাচল শুরু করবে। নগরীর দুটি রুটে এসব বাস চলবে। গতকাল নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে শিক্ষা উপমন্ত্রী শিক্ষার্থীদের এসব বাস উদ্বোধন করেন। শিক্ষার্থীদের এসব বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫ টাকা। শিক্ষার্থীরা নিজ দায়িত্বে সততা বক্সে ভাড়া দিবে। ভাড়া নেয়ার জন্য কোন লোক থাকবে না। তবে শিক্ষার্থীদের উঠা-নামায় সহযোগিতা করার জন্য দুই গেটে দুইজন হেলপার থাকবে। প্রথম রুটের পাঁচটি বাস বহদ্দারহাট মোড় থেকে ছেড়ে মুরাদপুর-চকবাজার-গণি বেকারি-জামালখান-চেরাগি পাহাড়-আন্দরকিল্লা-কোতোয়ালী মোড় হয়ে নিউমার্কেট যাবে। দ্বিতীয় রুটের বাকি পাঁচটি বাস অক্সিজেন মোড় থেকে ছেড়ে মুরাদপুর-দুই নম্বর গেট-জিইসি মোড়-ওয়াসা-টাইগার পাস হয়ে আগ্রাবাদে যাবে। বাসগুলো একই পথে ফিরবে। ৭৫ আসনের বাসগুলোর নিচতলা ছাত্রীদের এবং দ্বিতীয় তলা ছাত্রদের জন্য নির্ধারিত।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট