চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কোরআনের তেলওয়াত শুনে মুগ্ধ হাজারো মুসল্লি

আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

২৬ জানুয়ারি, ২০২০ | ৩:২৭ পূর্বাহ্ণ

নগরীর জমিয়তুল ফালাহ মসজিদে আর্ন্তজাতিক ক্বিরাত সম্মেলন শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। এতে মিশর, মরক্কো, জর্দান, তুরস্ক, ইরান, থাইল্যান্ড, মালয়েশিয়া ও বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের বিখ্যাত ক্বারিবৃন্দ পবিত্র কুরআনের মনমুগ্ধকর কেরাত পরিবেশন করেন। পিএইচপি পরিবারের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব সুফি মিজানুর রহমান এতে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন আনজুমান ট্রাস্ট এর সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট চেয়ারম্যান আলহাজ¦ মোহম্মদ মহসিন, সেক্রেটারি জেনারেল আলহাজ¦ আনোয়ার হোসেন, গাউছিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মোহম্মদ কমিশনার পিএইচপি ফ্যমিলির পরিচালক মোহাম্মদ আলী হোসেন, আমীর হোসেন সোহেল, জহিরুল ইসলাম রিংকু, জমিয়াতুল ফালাহ মসজিদের খতিব মওলানা আবু তালেব মোহম্মদ আলাউদ্দিন, আন্জুমান ট্্রাষ্ট এর আলহাজ¦ মোহম্মদ সামসুদ্দিন, সিরাজুল হক, ছাড়াও বিভিন্ন দরবারের সাজ্জাদানশীন, খাদেম মোতওয়াল্লিবৃন্দ আলহাজ¦ সুফি মোহাম্মদ মিজান বলেন, বিশে^র শ্রেষ্ট ক্বারীদের কন্ঠে পবিত্র কুরআন তেলওয়াত শোনার বিরল এ সুযোগ সবসময় হয় না। বার আউলিয়ার দেশ চট্টগ্রামে তাদের কন্ঠে তেলওয়াত শোনার সুযোগ হয়েছে। অনুষ্ঠানে তেলওয়াত করেন মিশরের শাইখ আদিল আল বাজ, তুরস্কের ক্বারী হুসাইন

তুরকান, ইরানের ক্ব্রাী কারিম মনসুরী, জদানের ক্বারী শামীহ আল আসামেনা, মরক্কোর ক্বারী আহামাদ আল খালদী, মালয়েশিয়ার ক্বারী ওয়ান আইনুদ্দিন হিলমী বিন আবদুল্লাহ, থাইল্যন্ডের ক্বারী মোয়াব মোস্তফা এবং বাংলাদেশের ক্বারী আহমদ বিন ইউসুফ আল আজহারী। বিশ্বের এই সেরা কারীগণ উপস্থিত হয়ে পবিত্র কুরআনের তেলওয়াত শোনান। হাজার হাজার শ্রোতা মন্ত্রমুগ্ধ হয়ে বিখ্যাত ক্বারীদের তেলওয়াত শোনেন।

এতে উপস্থিত ছিলেন শাহাদাতে কারবালা মাহফিলের কর্মকর্তা আলহাজ্ব সৈয়দ আবদুল লতিফ, খোরশেদুর রহমান, আলহাজ্ব আনোয়ারুল হক, সিরাজুল মোস্তফা, আব্দুল হাই মাসুম, প্রফেসর কামাল উদ্দিন, মওলানা জাফর উল্লাহ, জাফর আহম্মদ সওদাগর, মোহম্মদ দিলশাদ আহম্মদ,এস.এম সফি. মওলানা সালামত উল্লাহ, আলহাজ্ব সিরাজদৌলা, মনসুর শিকদার, মাহাবুব আলম, খোরশেদ আলী চৌধুরী প্রমুখ। এছাড়া দেশ বরেণ্য ওলামায়ে কেরাম, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)-এর উদ্যোগে শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের ব্যবস্থাপনায় এই মাহফিল আয়োজনে পৃষ্ঠপোষকতা করেছে পিএইচপি ফ্যামিলি। এই সম্মেলন আয়োজনে সাবিক সহযোগিতা করেছে ঐতিহ্যবাহী দ্বীনি সংগঠন আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, গাউছিয়া কমিটি বাংলাদেশ। পরে মহান আল্লাহর দরবারে এ মাহফিলের সার্বিক সাফল্য কামনা করে মোনাজাত করা হয়।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট