চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

টেকনাফ-সেন্টমার্টিন রুটে চলাচলকারী পর্যটকবাহী ২টি জাহাজ বন্ধ

নিজস্ব সংবাদদাতা হ টেকনাফ

২৬ জানুয়ারি, ২০২০ | ৩:১৭ পূর্বাহ্ণ

টেকনাফ-সেন্টমার্টিন নৌ-পথে চলাচলকারী পর্যটকবাহী ২টি জাহাজ অবশেষে আদালতের নিষেধাজ্ঞায় বন্ধ হয়ে গেছে। লঞ্চ দুটি হচ্ছে এমভি পারিজাত ও দোয়েল পাখি-১। নিষেধাজ্ঞার কারণে শনিবার (২৫ জানুয়ারি) সকালে এমভি পারিজাত টেকনাফের দমদমিয়া লঞ্চ ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায়নি। অপরদিকে দোয়েলপাখি-১ নামের লঞ্চটি আগেরদিন সেন্টমার্টিন অবস্থান করায় সেটি শনিবার বিকালে সেন্টমার্টিন থেকে যাত্রী নিয়ে ফিরে আসে। রবিবার থেকে সেটিরও চলাচল বন্ধ থাকবে।
বিআইডব্লিউটিএ’র ট্রাফিক সুপারভাইজার জহির উদ্দিন সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করে সেন্টমার্টিন রুটে পর্যটক নিয়ে চলাচল করছিল এমভি পারিজাত ও দোয়েল পাখি-১ নামের দুটি লঞ্চ। গত ২১ জানুয়ারি উচ্চ আদালত জাহাজ দুটির চলাচলের উপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট