চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

২২তম স্মরণসভায় বক্তারা

কবি ওহীদুল আলম ছিলেন সর্বদা সদানন্দ

২৬ জানুয়ারি, ২০২০ | ২:৫৮ পূর্বাহ্ণ

দৈনিক প্রথম আলোর যগ্ম সম্পাদক, কবি ও কথা সাহিত্যিক বিশ^জিৎ চৌধুরী বলেন, সদা প্রাণচাঞ্চল্য, গভীর রসবোধ আর আজীবন স্বতঃস্ফুর্ত ছিলেন কবি ওহীদুল আলম। জীবনের জটিলতা, রাগ, অনীহা, ক্ষোভ ও দুঃখবোধ জাতীয় নেতিবাচক কোন অনুষঙ্গ কখনোই তাকে বিন্দুমাত্র স্পর্শ করতে পারেনি। তাঁর আচরণে কথাবার্তায় কে কি মনে করলো, কে কি বলছে এসবের তিনি একবারেই ধার ধারতেন না। এক কথায় সর্বদাই তিনি ছিলেন সদানন্দ এক ব্যক্তিত্ব।

তিনি গত ২৪ জানুয়ারি কবি ওহীদুল আলমের ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসন্ধ্যা ও কবিতা পাঠের আসরে কথাগুলো বলেন। কবির বাসভবন আলমবাগে আয়োজিত অনুষ্ঠানের সূচনা হয় রবীন্দ্রনাথের বিখ্যাত গান ‘ আগুণের পরশমনি ছোঁয়াও প্রাণে’ গানটি পরিবেশনের মধ্য দিয়ে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ ইফতেখার উদ্দীন চৌধুরী। কবি নজরুল বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর মোহিত উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কবিপুত্র শিল্পী ও আলোকচিত্রী মউদুদুল আলম। কবি ওহীদুল আলমের জীবন কর্মকা- নিয়ে আলোকপাত করেন কবি ইউসুফ মুহম্মদ, শিল্পী খালিদ আহসান,কবি আকতার হোসাইন, অধ্যাপক মশিউর রহমান আদনান, শিল্পী নজরুল ইসলাম , সাংবাদিক আবদুল ওয়াজেদ প্রমুখ। কবির কবিতা থেকে আবৃত্তি করেন বিশিষ্ট বাচিক শিল্পী রাশেদ হাসান ও তানিয়া নিজাম। স্বরচতি কবিতা পাঠ করেন কবি আকতার হোসাইন, কবি রুহু রুহেল, কবি শাহীন মাহমুদ । অনুষ্ঠানে কবির রচিত বিভিন্ন গ্রন্থের প্রচ্ছদ নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট