চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কাট্টলীতে শিক্ষার্থীদের নিয়ে আস্থা’র বইপড়া উৎসব

২৬ জানুয়ারি, ২০২০ | ২:৫৮ পূর্বাহ্ণ

সামাজিক সংগঠন ‘আস্থা’র উদ্যোগে বইপড়া উৎসব, ২০২০ গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। উত্তর কাট্টলী ফয়েজ আলী কিন্ডারগার্টেন স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিদারুল আলম এমপি। টুনটু দাশ বিজয়ের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন চসিক কাউন্সিলর আবিদা আজাদ, কাট্টলী বইমেলা উদযাপন পরিষদের আহবায়ক আলাউদ্দিন চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কমিউনিটি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মুকেশ দত্ত। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মাঝে বইপড়ার গুরুত্বপূর্ণ জীবনমুখী দিক তুলে ধরেন। এরপর পাঠকের মুখোমুখি হয়ে নিজেদের সাহিত্য রচনার নানা দিক তুলে ধরেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক লেখক বিশ্বজিৎ চৌধুরী ও প্রথম আলোর বার্তা সম্পাদক কবি ওমর কায়সার। আলোচনার শেষে বই পড়া উৎসবের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার হিসেবে বই ও সনদ বিতরণ করা হয়। এরপরে শিক্ষার্থীদের বিনোদনমূলক বিভিন্ন জাদু প্রদর্শন করেন শিপন চক্রবর্তী । সবশেষে বই পড়া উৎসবের আয়োজক উজ্জ্বল দে, দিবাকর দাশ, জুয়েল শীল, শিপন আচার্য্য, শুভ্রজিৎ বড়ুয়া, এন্টন, আশীষ ও মামুন সকল উপস্থিতিকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট