চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

জামেয়া সুন্নিয়া মাদ্রাসায় তুরস্কের প্রতিনিধি দল

২৬ জানুয়ারি, ২০২০ | ২:৫৮ পূর্বাহ্ণ

তুরস্কের হাকিকত কিতাবেভির ম্যানেজিং ডিরেক্টর ওসমান কারাবিক, সাউথ এশিয়ান কোর্ডিনেটর নাসি তোরবা গতকাল শনিবার বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা পরিদর্শন করেন। এশিয়া মহাদেশসহ বিশ^ব্যাপী আহলে সুন্নাত ওয়াল জামা’আতের প্রচার-প্রসারে আরবি, ইংরেজি, ফার্সি ও উর্দুসহ ২৭টি ভাষায় রচিত অনেক মূল্যবান বই-কিতাব বিতরণ করছেন তুর্কি দলটি। জামেয়া সুন্নিয়া মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমানের সভাপতিত্বে ও মুফাসসির আল্লামা কাজী মুহাম্মদ ছালেকুর রহমান আলক্বাদেরীর সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন উপাধ্যক্ষ ড. মাওলানা মুহাম্মদ লিয়াকত আলী, আহলে সুন্নাত ওয়াল জামা’আতের স্থায়ী কমিটির সদস্য স উ ম আবদুস সামাদ, হাকিকত কিতাবেভি বাংলাদেশ কোর্ডিনেটর ইঞ্জিনিয়ার মেহেদী হাসান সজল, রংপুর প্রতিনিধি এডভোকেট রিদুয়ান আশরাফী প্রমুখ।

বক্তারা বলেন, উপমহাদেশে আহলে সুন্নাত ওয়াল জামা’আতের আক্বীদা বিস্তারে এ মাদরাসা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। ঊনিশ শতকে আল্লামা সৈয়দ আহমদ শাহ্ সিরিকোটি (রহ.) মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা মীর মুহাম্মদ আলাউদ্দিন, মাওলানা গোলাম মোস্তফা মুহাম্মদ নুরুন্নবী, মাওলানা সৈয়দ মোহাম্মদ জালালুদ্দিন আল-আজহারী, মাওলানা মুহাম্মদ আবুল হাশেম শাহ, প্রভাষক মাওলানা মোহাম্মদ ইলিয়াছ আলক্বাদেরী, মাওলানা মুহাম্মদ আনিসুজ্জামান, মাওলানা আবু তাহের মুহাম্মদ নুরুল আলম, মাওলানা হাফেয সৈয়দ মোহাম্মদ আজিজুর রহমান, মাওলানা মোহাম্মদ সাইফুদ্দিন আল-আজহারী, মাওলানা মোহাম্মদ হামেদ রেযা নঈমী, গাউসিয়া কমিটি বাংলাদেশ মহানগরের সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ এরশাদ খতিবী প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট