চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

লোকমান হত্যা মামলার অন্যতম আসামি ছোটন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

২৫ জানুয়ারি, ২০২০ | ৬:০৭ অপরাহ্ণ

নগরীর বাকলিয়া থানার আলোচিত লোকমান হত্যা মামলার অন্যতম পলাতক আসামী মো. রাকিবুল ইসলাম ছোটনকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার (২৫ জানুয়ারি) ভোরে ঢাকার গুলশান-২ থেকে তাকে গ্রেপ্তার করে বাকলিয়া থানা পুলিশের একটি টিম।

লোকমান ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার মো, আব্দুল নুর মিয়ার ছেলে। বর্তমানে সে চকবাজারের ডিসি রোডের ইদ্রিস কলোনীতে থাকে।

বাকলিয়া থানার (ওসি) অফিসার ইনচার্জ মোহাম্মদ নেজাম উদ্দীন পূর্বকোণকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, আসামী ছোটন চুল কেটে দাঁড়ি শেভ করে তার বেশভূষা পরিবর্তন করে ছদ্মনাম ধারণ পূর্বক ঢাকার গুলশান এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে প্রিমিয়াম সুইটস গুলশান-২, ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গত বছরের ৬ এপ্রিল বাকলিয়া থানার ফুলতলা খালপাড়া এলাকায় এক কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক নিয়ে সৃষ্ট বিবাদের জের ধরে লোকমানকে হত্যা করে আসামিরা। হত্যাকাণ্ডের পরের দিন বাকলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

এই হত্যাকাণ্ডের ১নং আসামি সাইফুলের প্রধান সহযোগী ছিল ছোটন। ঘটনার দুই দিন পর সাইফুলকে গ্রেপ্তার করে পুলিশ অন্যান্য আসামিদের ধরতে অভিযানে গেলে তার সহযোগিদের পুলিশের বন্দুকযুদ্ধ হয়। ওই ‘বন্দুকযুদ্ধে’ সাইফুল নিহত হয়।

এই পর্যন্ত এই মামলায় ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ।

 

 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট