চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চাক্তাই-খাতুনগঞ্জকে করতে হবে বাণিজ্যিক জোন

মো. জাহাঙ্গীর আলম সভাপতি, চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী সমিতি

২৫ জানুয়ারি, ২০২০ | ৪:৫৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম হচ্ছে ব্যবসা-বাণিজ্যের পাদপীঠ। চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী এবং চাক্তাই-খাতুনগঞ্জকে ‘বাণিজ্যিক জোন’ ঘোষণার দাবি উপেক্ষিত রয়েছে বছরের পর বছর। তিনি বলেন, সরকারের নিরন্তর প্রচেষ্টায় বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অনেক দূর এগিয়েছে। দেশের বিভিন্নস্থানে অর্থনৈতিক জোন গড়ে তোলা হচ্ছে। চট্টগ্রাম ও মহেশখালীকে ঘিরে বাণিজ্যিক হাব গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের। কিন্তু বাণিজ্যের পাদপীঠ এখনো অন্ধকারে নিমজ্জিত। যেটিকে ব্রিটিশ সরকার ‘ওয়াল স্ট্রিট’ ঘোষণা করেছিল।

চাক্তাই-খাতুনগঞ্জকে বাণিজ্যিক জোন ঘোষণা এবং তা বাস্তবায়নের দাবি করে তিনি বলেন, কর্ণফুলী নদীর তীরে শাহ আমানত সেতুর পাশে একটি ট্রাক টার্মিনাল নির্মাণের দাবি দীর্ঘদিনের। অথচ এখানে সরকারি শত শত একর জায়গা বেদখলে রয়েছে। বাণিজ্য নগরীর স্বার্থে ট্রাক টার্মিনাল নির্মাণ করা হলে এই বাণিজ্যপাড়ার যানজট লাঘব হবে। একই সঙ্গে একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করা হলে ব্যবসায়ীরা নির্বিঘেœ লেনদেন এবং আইনশৃঙ্খলার বিষয়ে স্বাচ্ছন্দে ব্যবসা-বাণিজ্য করার পথ সুগম হবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট