চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

উপ নির্বাচনের জের চরণদ্বীপে প্রতিপক্ষের হামলায় আহত ৩

নিজস্ব সংবাদদাতা হ বোয়ালখালী

২৫ জানুয়ারি, ২০২০ | ৪:৪২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ৮ আসনের উপ নির্বাচনের জের ধরে হামলার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে চরণদ্বীপ হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় আ. লীগ, ছাত্রলীগের তিন কর্মী আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। স্থানীয়রা জানান, গত ১৩ জানুয়ারি উপনির্বাচনের পূর্বে নৌকা আর ধানের শীষের প্রচারণা নিয়ে বিএনপি নেতা মফিজ ও তার ভাই আজিজের সাথে স্থানীয় আ. লীগ নেতা কর্মীদের মধ্যে বিরোধ চলে আসছিলো। এনিয়ে নির্বাচনের পূর্বদিন দু’পক্ষের কথা কাটাকাটিও হয়। স্থানীয় আ. লীগ বিএনপি নেতা কর্মীদের মধ্যস্থতায় তা অনেকটা নিরসন হয়। এদিকে, দু’পক্ষের দ্বন্দ্ব

ফের চরমে উঠে নির্বাচনের পর। এনিয়ে গত ২১ জানুয়ারি চরণদ্বীপ দরবারের ওরশ থেকে ফেরার পথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় আ. লীগের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়। অভিযোগের জেরে শুক্রবার সন্ধ্যায় স্থানীয় আ. লীগের যুবকরা মিলে হাজীবাগ সংঘের মাঠে আড্ডা দেয়ার সময় অর্তকিত এলাপাতাড়ী হামলা চালান মফিজ ও তার সহচররা। এতে আহত হন স্থানীয় পেয়ার মোহাম্মদ পুত্র শরিফুল ইসলাম সজীব (২৫), দৌলত মিয়ার পুত্র শহীদুল ইসলাম (২৩)। পুত্রকে বাঁচাতে এসে হামলার শিকার হন সজীবের বাবা পেয়ার মোহাম্মদ (৫৫)।

স্থানীয় সাবেক ইউপি সদস্য মোরশেদ আলম জানান, নির্বাচনে আহতরা নৌকার পক্ষে কাজ করেছিলো। তারা আবার মফিজের প্রতিবেশি। বিষয়টি সহজভাবে নেয়নি মফিজ। তাই তিনি তার সহচরদের নিয়ে এ ঘটনা ঘটিয়েছে। হামলার ঘটনা দুঃখজনক। আ. লীগ কর্মীদের ওপর হামলার নিন্দা জানিয়ে চরণদ্বীপ আ. লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবর বলেন, বিএনপি নেতা, সাংবাদিক পরিচয়ধারী মফিজ পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। এর সুষ্ঠু বিচার হতেই হবে।

এ প্রসঙ্গে উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমদ খান বলেন, মফিজ বিএনপি সমর্থক। তবে নির্বাচন নিয়ে দ্বন্দ্ব এ বিষয়টি সঠিক নয়। কারণ বিএনপিকে নির্বাচনে প্রচারণা করতে দেয়নি আ. লীগ। এটি স্থানীয় সমস্যা। এলাকায় সাধারণ বিএনপি নেতা কর্মীকে হয়রানি করতে এটিকে রাজনৈতিক রূপ দেয়া হচ্ছে। তিনি বলেন, সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হোক।
বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী বলেন, তিনজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে দেখতে গিয়েছি। আ. লীগ এদের নিজের দলীয় কর্মী দাবি করছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট