চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

চবিতে ১৫ টাকায় মিলছে রাতের বাস সার্ভিস

নিজস্ব সংবাদদাতা হ চবি

২৫ জানুয়ারি, ২০২০ | ৪:৪২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) রাতের বেলায় নগরী থেকে ক্যাম্পাসে ফিরতে শিক্ষার্থীদের জন্য নতুন বাস সার্ভিস চালু হয়েছে। গতকাল শুক্রবার রাত থেকেই নির্ধারিত ভাড়া বাবদ এ বাস সার্ভিস চালু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জানা যায়, প্রতিদিন রাত ৯টায় ক্যাম্পাসের উদ্দেশ্যে বাসটি ছেড়ে যাবে। এক্ষেত্রে নগরীর সিনামা প্যালেস থেকে ছেড়ে কাজির দেউড়ি, ওয়াসা, শিল্পকলা একাডেমি, গোলপাহাড়, প্রবর্তক, দুই নম্বর গেট ও অক্সিজেন

হয়ে বিশ্ববিদ্যালয় আসবে। রাতে ট্রেন মিস করা শিক্ষার্থী ও গণপরিবহনে নারী শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে রাতে বাস চালু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এক্ষেত্রে টিকিট প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে। প্রতি টিকেটের মূল্য ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। তারা জানায়, রাতে ট্রেন মিস করলে গণপরিবহণে বিড়ম্বনায় পড়তে হতো শিক্ষার্থীদের। এক্ষেত্রে নারী শিক্ষার্থীদের সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয়। তাই শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল রাতে বাসযোগে তাদের শহর থেকে আসার বাসের ব্যবস্থা করা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক অধ্যাপক সিরাজ উদ-দৌল্লাহ বলেন, ‘আমাদের বেশিরভাগ শিক্ষার্থী রাতে টিউশনের উদ্দেশ্য শহরে যেতে হয়। এতে অনেক সময় ক্যাম্পাসে ফিরার সময় তারা রাতের ট্রেন মিস করে। এতে গণপরিবহনে দুর্ভোগে পড়তে হয় তাদের। তাই রাতে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে গতকাল শুক্রবার রাত থেকে উপাচার্য অধ্যাপক শিরীণ আখতারের অনুমতিক্রমে নতুন বাস সার্ভিস চালু করা হয়েছে।’

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট