চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

দু’হাজার পরিবারকে খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন কমিশনার মুন্নী

বিজ্ঞপ্তি

৩১ মার্চ, ২০২০ | ৯:১৬ অপরাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের দুই হাজার দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন ৩ বারের সাবেক মহিলা কাউন্সিলর ফেরদৌসী বেগম মুন্নী। এ সময় করেনাভাইরাস মোকাবেলায় জনগণকে সচেতনতা করার জন্য লিফলেট ও মাস্কও বিতরণ করা হয়। জনসমাগম হতে পারে এই কারণে তিনি বাড়ি বাড়ি গিয়ে এসব খাবার সামগ্রী পৌঁছে দিচ্ছেন।
ফেরদৌসী বেগম মুন্নী বলেন, করোনাভাইরাস নামক এ সংক্রমণ রোগটির কারণে পুরো বিশ্ব এখন গৃহবন্দি। এতে করে খেটে খাওয়া দিন মজুর ও নিম্ন আয়ের মানুষেরা মানবেতর জীবনযাপন করছে। একজন জনপ্রতিনিধি ও মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে মানুষ ও দেশের পাশে দাড়ানো নৈতিক দায়িত্ব। তাই গৃহবন্দি এসব মানুষের জন্য পাশে দাঁড়ানোর জন্যই আমার এ ক্ষুদ্র প্রচেষ্টা। যার যার অবস্থান ও সামর্থ্যানুযায়ী এ দুর্যোগকালীন সময়ে মানুষদের পাশে দাঁড়ানো সকলের এগিয়ে আসা উচিত।
তিনি আরও বলেন, দুই হাজার পরিবারের জন্য খাবার মজুদ রেখেছি ও সেখান থেকে তাদের কাছে পৌঁছে দিচ্ছি। তবে এই ক্রান্তিকাল আরও দীর্ঘ হলে এই কর্মসূচি আরও বাড়ানোর সর্বোচ্চ চেষ্টা করবো।
পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট