চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

জনস্বাস্থ্যের বিষয়টি মাথায় রেখে ইসি’র সিদ্ধান্ত নেয়া উচিত: ডা. শাহাদাত

অনলাইন ডেস্ক

১৯ মার্চ, ২০২০ | ১২:০০ পূর্বাহ্ণ

বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, সারাবিশ্বে করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ছে। বাংলাদেশেও এ ভাইরাসের প্রভাব দেখা যাচ্ছে। জনগণের মধ্যে এটি নিয়ে দ্বিধা-দ্বন্দ্ব ও আতংক দেখা দিয়েছে। তাই জনগণের স্বাস্থ্যের বিষয়টি মাথায় রেখে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নেয়া উচিত।
আজ বুধবার মোহরা এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। ডা. শাহাদাত হোসেন হামিদচর শাহজীর মাজার জিয়ারত করে গণসংযোগ শুরু করেন। গণসংযোগটি এফআইডিসি রোড, চর রাঙামাটিয়া, কামাল বাজার, কাজিরহাট, মৌলভী বাজার হয়ে কবির টাওয়ারে এসে শেষ হয়। পরে কামাল বাজারের কর্ণফুলী টাওয়ারে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন শাহাদাত হোসেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, সাবেক যুগ্ন সম্পাদক এরশাদ উল্লাহ, উত্তর জেলা এলডিপির সভাপতি নুরুল আলম, কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার, হারুন রশিদ ভিপি, মহানগর বিএনপির সহ-সভাপতি নাজিম উদ্দিন আহমেদ, যুগ্ন সম্পাদক আনোয়ার হোসেন লিপু, গাজী মো. সিরাজ উল্লাহ, ইকবাল চৌধুরী প্রমুখ।

 

পূর্বকোণ/ এস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট