রোদ-ঝড়-বৃষ্টি উপেক্ষা করে ঈদের দিন বিকাল থেকে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে কক্সবাজারের চকরিয়ার বিনোদন কেন্দ্রগুলো। কাজের ভারে নুইয়ে পড়া মানুষ এক ঘেয়েমি কাটাতে ছুটে যায় দেশের উপভোগ্য স্থানগুলোতে। তন্মধ্যে কক্সবাজারের চকরিয়াস্থ ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক এবং পেকুয়ার মগনামা জেটিঘাটে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরতে আসা দর্শনার্থীদের জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা নেয়া হয়েছে। সরেজমিন ঘুরে দেখা গেছে, সাফারি পার্কে ভ্রমণের জন্য পর্যটক ও দর্শনার্থীরা ভিড় জমাচ্ছে। পার্কে থাকা বাঘ, সিংহ, উল্টো […]